ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মোহাম্মদ (জেইএম) সন্ত্রাসী ক্যাম্পে বোমা হামলার আট মাস পর, গোয়েন্দা সংস্থাগুলো তথ্য পেয়েছে যে সেখানে আত্মঘাতী বোমা হামলাকারীসহ ৪৫-৫০ জন সন্ত্রাসীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷
শীর্ষ সরকারি তথ্য অনুযায়ী জানা যায়, প্রায় ৪৫-৫০ জন আত্মঘাতী বোমা হামলাকারী পাকিস্তানের বালাকোট শহরে জইশ-ই-মোহাম্মদ সন্ত্রাসী শিবিরের ভেতরে প্রশিক্ষণ নিচ্ছে।
ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো সেখানের গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করছে।
জানা যায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় বিমান বাহিনীর আক্রমণের পর এই প্রশিক্ষণ ছয় মাস বন্ধ ছিল।
গত মাসে, ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত জানান, পাকিস্তান খুব সম্প্রতি বালাকোটে অবস্থিত সন্ত্রাসী শিবিরকে পুনরায় সক্রিয় করেছে।
২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি, আইএএফ যোদ্ধারা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে জেএম-এর স্থাপনায় বোমা বিস্ফোরণের উদ্দেশ্যে পাকিস্তানে যায়।
উল্লেখ্য, ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি, জম্মু ও কাশ্মিরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ৪০ জনেরও বেশি পুলিশ কর্মী নিহত হন। তারপরেই বালাকোটে বোমা হামলার এ সিদ্ধান্ত নেওয়া হয়।