ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: উত্তর-পশ্চিম পাকিস্তানে জঙ্গিবাদ বৃদ্ধির ফলে, খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের লাক্কি মারওয়াত এলাকায় সন্ত্রাসী হামলায় চারজন পুলিশ সদস্যের নিহত হওয়ার ঘটনা জানান জাতীয় পরিষদের সদস্য মহসিন দাওয়ার। তিনি জানান ঐ এলাকায় এখনও যুদ্ধ চলছে।
দাওয়ার টুইট বার্তায় লিখেন, “লাক্কি মারওয়াতে চারজন পুলিশ সদস্য সেনাবাহিনীর হাতে শহীদ হয়েছেন। খাইবার পাখতুনখোয়ায় এখনও যুদ্ধ চলছে।”
এসময় এই ঘটনার জন্য পাখতুনখোয়ায় যারা তালেবানকে প্রবেশ করতে দিয়েছে তাদের দায়ী করেছেন তিনি।
গত রবিবার ভোরে, জঙ্গিরা খাইবারের লাক্কি মারওয়াতে হামলা চালায়। এ হামলায় চারজন পুলিশ সদস্য নিহত হন এবং অনেকেই আহত হন। লাক্কি পুলিশের মুখপাত্র, শহীদ হামিদ জানান, মধ্যরাতে জঙ্গিরা পুলিশ স্টেশনে হামলা চালায় এবং স্টেশনের ভেতর ঢুকার চেষ্টা করে। প্রায় ৪৫ মিনিট ধরে পুলিশ-সন্ত্রাসীদের যুদ্ধের পর সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার না করলেও পুলিশ নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকেই (টিটিপি) এই ঘটনার সাথে জড়িত বলে সন্দেহ করছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, সন্ত্রাসীরা জাতির প্রকাশ্য শত্রু। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যারা সন্ত্রাসীদের কাছ থেকে দেশকে রক্ষা করছে তারাই দেশের আসল নায়ক।
এদিকে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান এ হামলার নিন্দা করে পুলিশের কাছে এ নিয়ে রিপোর্ট চেয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর, পাকিস্তান সরকারের সাথে যুদ্ধ বিরতি প্রত্যাহার করে টিটিপি এবং তার জঙ্গিদেরকে সারাদেশে হামলা চালানোর নির্দেশও প্রদান করে। ফলে সমগ্র পাকিস্তান জুড়ে জঙ্গিবাদের বৃদ্ধি ঘটে।