ডেস্ক রিপোর্ট: গত ৩ জানুয়ারি, জেলা প্রশাসক মুহাম্মদ আরশাদ ভাট্টির নির্দেশে ঝাং জেলার নানকসার এলাকার শিখদের ধর্মীয় উপাসনালয় গুরুদ্বার টিব্বা নানকসার বন্ধ করে দেওয়া হয়েছে।
ঝাং-এর একজন সামাজিক কর্মী সর্দার জসপাল সিং এ ব্যাপারে জানান, এই গুরুদ্বার নানক দেবজির সাথে জড়িত। ভারত-পাকিস্তান দেশভাগের পর বেশ কিছু বছর এ উপাসনালয় বন্ধ ছিল। পরবর্তীতে স্থানীয়রা গুরুদ্বারের জমিজমা এবং ২০টি বাড়িঘর অবৈধভাবে দখল করে নেয়।
জসপাল সিং আরো জানান, স্থানীয়রা গুরুদ্বারের ভেতর গবাদিপশু বেঁধে রেখে গুরুদ্বারের পবিত্রতা নষ্টের চেষ্টা চালাচ্ছিলো। এ নিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন জানানোর পর জেলা প্রশাসক গুরুদ্বারটিকে অস্থায়ীভাবে বন্ধ করে দেন।
রোটারি ক্লাব ইন্টারন্যাশনালের সহায়তায় গুরুদ্বার সাহেব ভবনটির পুনর্গঠন করা হবে এবং এখানে একটি সরকারি ডাক্তারখানা এবং একটি জল পরিশোধন প্ল্যান্টের ব্যবস্থা করা হবে।