ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: অজ্ঞাত জঙ্গিরা গত রবিবার রাতে খাইবার পাখতুনখোয়ার ইয়ারিক থানায় গুলি ও মিসাইল নিয়ে হামলা চালায়। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
পুলিশের মুখপাত্র সৈয়দ ইয়াকুব এ ব্যাপারে বলেন, রাত ১টার দিকে জঙ্গিরা ইয়ারিক থানা ঘেরাও করে এবং ভবনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
পুলিশ জঙ্গিদের হামলার পাল্টা জবাব দেয় এবং হামলাকারীদের সঙ্গে প্রায় ৪৫ থেকে ৫০ মিনিট ধরে গুলি বিনিময় হয়। অবশেষে জঙ্গিরা পালিয়ে যেতে বাধ্য হয়। তবে এতে থানা ভবনের আংশিক ক্ষতি হয়েছে।
পুলিশ দাবি করেছে যে ডেরা ইসমাইল খানের থানাটিতে এটিই প্রথম বন্দুক ও ক্ষেপণাস্ত্র হামলা।