ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ওই তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ভোর ৬টা থেকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ওই তিন নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর থেকে কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজির হাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোর ৬টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে। এতে এ নৌরুটগুলোর চ্যালেনের বিকনবাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। তাই ওই নৌরুট তিনটির সব নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে তিনটি ফেরি আটকা পড়ে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ঘন কুয়াশার কারণে ভোর ৬টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে বেলা ১১টার দিকে কুয়াশার মাত্রা কমে গেলে ওই রুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়।
মাঝ নদীতে আটকা পড়া ছোট-বড় তিনটি ফেরি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় বলে জানান উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ।
এম/
আরো পড়ুন:
সাকরাইন উৎসবে ফানুস না ওড়ানোর অনুরোধ