spot_img
29 C
Dhaka

৩১শে মার্চ, ২০২৩ইং, ১৭ই চৈত্র, ১৪২৯বাংলা

পবিত্র কোরআনের আদলে দুবাই কোরআনিক পার্ক

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক, সুখবর বাংলা: বিশ্বের প্রথম কোরআনিক পার্ক নির্মাণ করেছে দুবাই। ২০১৯ সালের ২৯ মার্চ কোরআনিক পার্কটি চালু করা হয়। পবিত্র কোরআনে বর্ণিত বিভিন্ন এলাকা, জাতিগোষ্ঠী ও ৪৩টি বৃক্ষ ও নবীদের কেরামতি নিয়ে পার্কটি সাজানো হয়েছে। পার্কটির নির্মাণে দুবাই সরকার আন্তর্জাতিক ডিজাইন ও সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করেছে।

কোরআনের অলৌকিক ঘটনাবলির আলোকে বিভিন্ন কর্ণার ও বাগানের মাধ্যমে সাজানো এই পার্ক। দুবাইয়ের আল-খাওয়ানিজ নামক স্থানে প্রায় ৬০ হেক্টর এলাকাজুড়ে নির্মাণ করা হয়েছে পার্কটি। যা ইসলাম ও পবিত্র কোরআন সম্পর্কে দর্শনার্থীদের আগ্রহী করে তুলছে। কোরআনে উল্লেখিত গাছের সমন্বয়ে ১২টি উদ্যান রয়েছে পার্কটিতে। পাশাপাশি জান্নাতের নহর বোঝাতে কৃত্রিম হ্রদ বানানো হয়েছে।

আগত দর্শনার্থীদের সুবিধার্থে কোরআনের প্রাসঙ্গিক আয়াত ও ঘটনা লিখে দেয়া হয়েছ প্রতিটি নির্মাণের পাশে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগাতে রয়েছে ডিজিটাল থিয়েটার। যেখানে কোরআনের বিভিন্ন ঘটনা অবলম্বনে নির্মিত ভিডিও দেখানো হয়। অন্যান্য পার্কের মতো বাচ্চাদের খেলার সুবিধাও রাখা হয়েছে এখানে। ওয়াইফাই এবং ফোন চার্জিং স্টেশনের পাশাপাশি দর্শনার্থীদের বসার জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা।

কোরআনিক পার্কটি বিভিন্ন সংস্কৃতি, ধর্ম ও জনগণের সঙ্গে বুদ্ধিভিত্তিক ও সাংস্কৃতিক যোগাযোগের সেতু বন্ধন এবং ইসলাম ধর্মের সাংস্কৃতিক অর্জন সম্পর্কেও আগ্রহী করে তুলবে।

আরও পড়ুন:

কাবাঘরের সংক্ষিপ্ত ইতিহাস

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ