spot_img
25 C
Dhaka

৩০শে মার্চ, ২০২৩ইং, ১৬ই চৈত্র, ১৪২৯বাংলা

নড়াইলে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনভিত্তিক ম্যুরাল উদ্বোধন

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: নড়াইল জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামানের উদ্যোগে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনভিত্তিক ৬০ ফুট দৈর্ঘ্যের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রবেশদ্বারে ম্যুরালটির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাপট ভাস্কর্যটিতে তুলে ধরা হয়েছে। নড়াইল জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ২৬ লাখ টাকা ব্যয়ে ম্যুরালটি নির্মাণ করিয়েছেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধাবোধের জায়গা থেকে এ কাজটি করেছি।’

এর আগে পুরাতন বাস টার্মিনাল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ করিয়েছেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তরফদার রেজাউল ইসলাম, যুবলীগ নেতা এসএম তারিক হাসান, জেলা যুবলীগের সদস্য সৈয়দ শরিফুল ইসলাম নান্তু, সদরুদ্দিন শামীম, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মিনা মরফিদুল হাসান শিল্পী, যুগ্ম আহ্বায়ক আবু সেনা সৈনিক, আবু সুফিয়ান বাহার, জাহাঙ্গীর সিকদার, কালিয়া উপজেলা আহ্বায়ক খান রবিউল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ