ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: নির্বাসিত এক পাকিস্তানি সাংবাদিক তার জীবনের বিভিন্ন গল্প দিয়ে সাজিয়েছেন একটি কমিক বই। তার নাম তাহা সিদ্দিকী। তাকে আজ থেকে পাঁচ বছর আগে অপহরণের চেষ্টা করা হয়। তার পরপরই তিনি মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে বাধ্য হন।
পাকিস্তানে ফরাসি কূটনৈতিক হিসেবে কর্মরত, কার্টুনিস্ট হুবার্ট মৌরির সাথে যৌথভাবে তিনি তার নতুন আত্মজীবনীমূলক কমিক “দ্য ডিসডেন্ট ক্লাব” লিখেছেন। বইটি আগামী বুধবার ফ্রান্সে প্রকাশিত হতে চলেছে এবং খুব শীঘ্রই অন্যান্য ভাষাতেও বইটি পাওয়া যাবে।
বইটির নাম নেওয়া হয়েছে একটি প্যারিস বারের নাম থেকে, যা তিনি ২০২০ সালে নিজের মতো নির্বাসিতদের আশ্রয়কেন্দ্র হিসেবে খুলেছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালের জানুয়ারি মাসে, পাকিস্তানের সামরিক সদস্যরা তাহা সিদ্দিকীকে অপহরণের চেষ্টা করে। তবে তিনি চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যেতে সক্ষম হন এবং এ বিষয়ে একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করেন।
তবে প্যারিসে পালিয়ে আসার পরেই তিনি জানতে পারেন পাকিস্তানে তার জীবন বিপন্ন এবং তিনি আর কখনোই নিজ দেশে ফিরে যেতে পারবেন না। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে তিনি কাজ করেছেন। তালেবানদের পোলিও ভ্যাকসিন নিষিদ্ধ করার বিরুদ্ধে কাজ করার জন্য তিনি অ্যালবার্ট লন্ড্রেস পুরস্কারও জয় করেন।
আই. কে. জে /