লাইফস্টাইল ডেস্ক, সুখবর ডটকম: দুই ঘণ্টায় বিক্রি হয়ে গেল সাত লক্ষ টাকার পান্তুয়া, রসগোল্লা! এত মিষ্টি কিনলেন কারা? এই মেলা মিষ্টির জন্যই বিখ্যাত। প্রথমে মিষ্টি পীর সাহেবকে উৎসর্গ করা হয়। এরপর তা প্রসাদ রূপে কিনে নিয়ে যান বাসিন্দারা। দশদিন ধরে তৈরি মিষ্টি বিক্রি হয়ে যায় কয়েক ঘণ্টায়। এটি কলকাতার আউশগ্রামের বোম্মান সাহেবের মেলা।
এই মেলায় এসে মিষ্টি না কিনে কেউ বাড়ি ফেরে না। যার যতটা সাধ্য মিষ্টি কেনেন ততটাই। অনেকে মেলায় মিষ্টি খেয়ে পেট ভরান তারপর নিয়ে যান বাড়ির সকলের জন্য। শনিবার প্রথম দিনে প্রায় সাত লক্ষ টাকার মিষ্টি বিক্রি হয়েছে।
বিভিন্ন মাপের রসগোল্লা, রাজভোগ, ল্যাংচা, পান্তুয়া, জিলিপি ছাড়াও লবঙ্গলতিকা, বালুসাই, খাজা, গজা, ক্ষীরের চপের মতো মিষ্টি বিক্রি হয়। এর একজন কয়েক হাজার টাকার মিষ্টিও কেনেন। বিক্রেতাদের দাবি, প্রথম দিনে স্থানীয় বাসিন্দারা তো বটেই দূর থেকেও বহু মানুষ মেলায় মিষ্টি কিনতে এসেছিলেন। সে কারণেই এ বছর সব মিলিয়ে প্রায় সাত লক্ষ টাকার মিষ্টি বিক্রি হয়েছে বলে দাবি মেলা কমিটির কর্মকর্তা থেকে ব্যবসায়ীদের একাংশের। সব মিষ্টি চোখের নিমেষে বিক্রি হয়ে যাওয়ায় খুশি ব্যবসায়ীরা।
মেলা কমিটির কর্মকর্তারা জানালেন, মেলা শুরুর দিন দশেক আগে থেকেই ব্যবসায়ী, কারিগরেরা এসে মিষ্টি তৈরি শুরু করেন। দুই দিনের মধ্যেই সব শেষ হয়ে যায়।
এ বছর প্রতিটি দোকানে গড়ে পঞ্চাশ-ষাট হাজার টাকার মিষ্টি বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে।
এমএইচডি/ আইকেজে /
আরও পড়ুন:
বিয়েতে সাবেক প্রেমিকদের দাওয়াত দিলেন তরুণী