বিনোদন ডেস্ক, সুখবর ডটকম: টালিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি চটেছেন নিন্দুকদের ওপর। নিন্দুকদের উদ্দেশ্য করে মিমি বলেছেন, ‘তারা তো আমার সংসার চালায় না।’
হঠাৎ কেন এ অভিনেত্রী ক্ষেপে গেলেন তা নিয়ে এখন সরগরম টালি পাড়া। বর্তমানে টালিউডপাড়া কিংবা রাজনীতি অঙ্গনে কোথাও দেখা যাচ্ছে না মিমিকে। এ সময় তিনি ব্যস্ত সময় পার করছেন নিজের ইনস্টাগ্রামেই।
নিজের ইনস্টাগ্রামে ভিডিও কনটেন্ট তৈরি করেই মিমির এখন সারাদিন কাটে। আর তাতেই নিন্দুকেরা মিমিকে ট্রোল করতে শুরু করেছে।
নিন্দুকরা কমেন্টে এ অভিনেত্রী সম্পর্কে কমেন্টস করে লিখেন, হাতে ছবি নেই, তাই সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামেই মজে রয়েছেন মিমি চক্রবর্তী।
এমন মন্তব্যে বেজায় চটেছেন এই সুন্দরী লাস্যময়ী অভিনেত্রী। নিন্দুকদের সমালোচনার জবাবে দিয়েছেন কড়া উত্তর।
আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হওয়া এক প্রতিবেদন থেকে জানা যায়, নিন্দুকের উদ্দেশে মিমি বলেন, তারা তো আমার সংসার চালায় না। আমি বাঁচি আমার নিজের শর্তে। তাই নিন্দুকের এসব কথায় বিন্দুমাত্র যায় আসে না সাংসদ-কন্ঠশিল্পী-অভিনেত্রী মিমি চক্রবর্তীর।
এম/
আরো পড়ুন: