ডেস্ক নিউজ, সুখবর ডটকম: কাতার বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল খেলেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। আর এই জয়ের নায়ক হচ্ছে মেসি। মেসিকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের ভীষণ আগ্রহ। মেসির ইচ্ছা ছিল এবারের বিশ্বকাপ যাতে তার হাতেই উঠে। তার ইচ্ছা পূর্ণও হয়েছে। এই ইচ্ছা পূরণের জন্য তাকে প্রচুর ঘামঝরানো প্র্যাকটিস করতে হয়েছে।
তবে খেলার মাঠের যুদ্ধ সামাল দিতে শুধু অনুশীলনই যথেষ্ট নয়। খাবার ও পানীয় গ্রহণেও রাখতে হয় বিশেষ খেয়াল। প্রায় সব ফুটবলারই বিশেষ পানীয় পান করেন নিজেকে চাঙ্গা রাখতে। মেসিও এর বাইরে নন। জাদুকরী এক পানীয় পান করেন তিনি।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, মেসিসহ আর্জেন্টিনা দলের প্রায় সব ফুটবলারই পান করেন ‘ইয়ার মেট’-এর শুকনা পাতা দিয়ে তৈরি বিশেষ পানীয়। ম্যাচ চলাকালে এবং ম্যাচের পর তা পান করেন তারা। পানীয়টি ক্যাফেইন সমৃদ্ধ। স্বাদ অনেকেটাই কফির মতো। গরম কিংবা ঠান্ডা দুই অবস্থাতেই এই পানীয়টি পান করা যায়।
আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, খেলা শেষে তারা সবাই এক সঙ্গে এই পানীয় পান করেন। দলের আরেক ফুটবলার সেবাস্তিয়ান ড্রিউসি জানিয়েছেন, এই পানীয় পান করে তারা হাইড্রেট থাকেন। শরীরে পানির মতো কাজ করে এটি।
তাই তৃষ্ণা পেলেই তারা জাদুকরী এই পানীয়তে চুমুক দেন। সবারই লকারে এই পানীয়ের বোতল থাকে।
এম এইচ/ আই. কে. জে/
আরও পড়ুন:
মেসিদের বরণ করতে আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা