spot_img
32 C
Dhaka

২৪শে মার্চ, ২০২৩ইং, ১০ই চৈত্র, ১৪২৯বাংলা

নারীর স্কুটি, যানজটকে ছুটি

- Advertisement -

লাইফস্টাইল ডেস্ক, সুখবর ডটকম: নারীর স্বাধীন পথচলায় স্কুটি এখন নিরাপদ এক বাহন। গণপরিবহনের ভিড় কিংবা সড়কে দীর্ঘক্ষণ বসে থাকার যন্ত্রণার বদলে স্কুটির মাধ্যমে নারী এখন চালকের আসনে। স্কুটি চালানো শেখা কঠিন না। মোটরবাইকের মতো এত জটিল সেটিংস এটিতে নেই। তাই নারীর জন্য একটি আদর্শ বাহন হয়ে উঠেছে এটি। কিন্তু এখনও অনেকে স্কুটি চালানো শিখবেন কিভাবে তা নিয়ে চিন্তিত। বিষয়টি যে খুব কঠিন তা কিন্তু না। স্কুটি চালানো শেখার জন্য প্রয়োজন শেখার ইচ্ছে। সাহসটাই আপনাকে শক্তি দেবে। তবুও কারিগরি কিছু বিষয়ে মনোযোগ রাখা জরুরি। সেগুলো হচ্ছে:

  • নিজের কেনা স্কুটিই সবচেয়ে নির্ভরযোগ্য। কারণ যন্ত্র আপনার সঙ্গে মানিয়ে নিতে পারছে কি-না এ বিষয়টি খেয়াল রাখা জরুরি।
  • আপনার শরীরের সঙ্গে মানানসই একটি স্কুটি কিনে নিন। দুদিকে পা ঠিকভাবে ফেলে চালাতে পারছেন কি-না সেটা দেখে নেওয়া জরুরি।
  • স্কুটি চালানোর ক্ষেত্রে বুট জুতা পরার অভ্যাস গড়ে তুলতে হবে। সড়কে স্কুটির ব্যালেন্স ঠিক রাখার জন্য আপনাকে পা ফেলতে হবে। তখন জুতো ক্ষয় হওয়ার সম্ভাবনার পাশাপাশি আপনার পায়ের ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে।
  • যদি স্কুটিতে অনেকক্ষণ বাইরে থাকতে হয় তাহলে মেকআপ ব্যবহারে সতর্ক হোন। আইশ্যাডো কিংবা মাসকারা লাগাবেন না।
  • চলার পথে লম্বা চুল কিন্তু বড় বিপদ হতে পারে। অবশ্য এজন্য চুল কেটে ফেলতে হবে না। শুধু বেধে রাখুন।
  • স্কুটি চালানো শেখার সঙ্গে সঙ্গেই রাস্তায় নেমে পড়বেন না। অন্তত এক মাস মানিয়ে নিন। চলার বিভিন্ন কৌশলের সঙ্গে মানিয়ে নেয়া সহজ না।
  • অভ্যস্ত হওয়ার পর রাস্তায় নামুন কিন্তু সঙ্গে অভিজ্ঞ একজনকে রাখুন। যখন সব ঠিক হয়ে যাবে তখন আর ঝুটঝামেলা হবে না। যানজটের অস্বস্তিকে জানান ছুটি।

এম/

আরো পড়ুন:

শুরু হোক রোজার প্রস্তুতি

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ