নিজস্ব প্রতিবেদক, সুখবর বাংলা: নাটোর জেলায় গাছ থেকে নিরাপদ আম সংগ্রহ কার্যক্রম আজ শুক্রবার (২০ মে) শুরু হয়েছে। এ ছাড়া নিরাপদ লিচু পাওয়া যাবে বুধবার (২৫ মে) থেকে। ওই দিন লিচু গাছ থেকে সংগ্রহ শুরু হবে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগ ও আম ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামিম আহমেদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মোহসিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদুল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, আমচাষি সেলিম রেজা প্রমুখ।
সভায় জাননো হয়, ২০ মে থেকে গোপালভোগ আম বাজারে আসার পর ২৫ মে থেকে রাণীপছন্দ ও লক্ষণভোগ, ৩০ মে ক্ষীরসাপাত, ৫ জুন থেকে লক্ষণভোগ, ১৫ জুন থেকে মোহনভোগ, ২০ জুন থেকে হাড়িভাঙা, ফজলি ও আম্রপালি, ৩০ জুন মল্লিকা আম, ১০ জুলাই বারি আম-৪, ১৫ জুলাই আশ্বিনা, ১৫ আগস্ট গৌরমতি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।
অপরদিকে মুজাফফর জাতের লিচু সংগ্রহ ইতোমধ্যে শুরু হলেও ২৫ মে থেকে বোম্বাই জাতের লিচু সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়।
এই সময়সূচির আগে কোনো জাতের আম ও লিচু গাছে পরিপক্ক হলে উপজেলা কৃষি বিভাগ ও প্রশাসনের অনুমতি সাপেক্ষে কৃষক বা ব্যবসায়ী গাছ থেকে আম সংগ্রহ করতে পারবেন।
আরো পড়ুন:
ময়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে মাত্র একজন ছাত্র কেন?