নিজস্ব প্রতিবেদক, সুখবর বাংলা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৭ জুন) বিমানযোগে দিল্লিতে পৌঁছেছে এই বিখ্যাত আম।
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সেই উপহার সাত নম্বর জনকল্যাণ মার্গে মোদির বাসভবনে পৌঁছে দিয়েছেন।
গত বছরও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ও বাংলাদেশের লাগোয়া ভারতের অঙ্গরাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের আম উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই উপহার সব মহলেই দারুণ সমাদৃত হয়েছিল।
ইতোমধ্যে রংপুরের ওই আম ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
এবারের গ্রীষ্মে আমের ভরা মৌসুমে বাংলাদেশ যে আমগুলোকে বিদেশে রফতানির জন্য বেছে নিয়েছে তার অন্যতম রংপুরের হাঁড়িভাঙা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিয় ফল আম, সে কথাও সুবিদিত।
বছর তিনেক আগে ভারতে সাধারণ নির্বাচনের সময় এক সাক্ষাৎকারে বলিউড তারকা অক্ষয় কুমার প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, তিনি কি আম খোসা ছাড়িয়ে খান, নাকি গোটা আম চুষে খেতে পছন্দ করেন! সেই প্রশ্ন আর তার জবাব ভাইরাল হয়েছিল বেশ।
আরো পড়ুন:
প্রথমবারের মতো নেয়া হচ্ছে রংপুরের হাড়িভাঙ্গা আম রপ্তানির প্রস্তুতি