ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বুধবার সংসদে কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪ পেশ করেন। এর পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, এটি উন্নত ভারতের একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে।
তিনি বলেন, এই বাজেট দরিদ্র ও মধ্যবিত্ত মানুষ, কৃষকসহ উচ্চাকাঙ্ক্ষী সমাজের স্বপ্ন পূরণ করবে।
তিনি বাজেটকে “বৃদ্ধি-ভিত্তিক” বলে অভিহিত করেছেন যা ভারতের উন্নয়নের গতিপথকে নতুন জীবন দেবে। তিনি আরো জানান যে, বাজেটে কারিগরদের সাথে সম্পর্কিত প্রকল্পগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।
যারা দেশ নির্মাণের কারিগর, তারাই আসল বিশ্বকর্মা। মতো এই বিশ্বকর্মাদের জন্য প্রশিক্ষণ ও সহায়তা সংক্রান্ত প্রকল্প বাজেটে আনা হয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রী মোদি শহর ও গ্রামীণ এলাকায় মহিলাদের কল্যাণ নিশ্চিত করার জন্য গৃহীত পদক্ষেপগুলোর উপর আরও জোর প্রদান করেছেন।
প্রধানমন্ত্রী জানান, সরকার গ্রামীণ ও শহুরে এলাকায় নারীদের জীবনকে সহজ করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলো তাদের আরও উন্নত করবে৷ পরিবারে নারীদের ক্ষমতায়নের জন্য বিশেষ সঞ্চয় প্রকল্প চালু করা হবে।
মধ্যবিত্তের জন্য অন্তর্ভুক্ত সুবিধা এবং বাজেটে প্রবর্তিত সংশোধিত কর ব্যবস্থা সম্পর্কে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, সমৃদ্ধ, উন্নত ভারতের স্বপ্ন পূরণের জন্য মধ্যবিত্তরা একটি বড় শক্তি। সরকার মধ্যবিত্তের ক্ষমতায়ন এবং জীবনযাত্রাকে সহজ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। কর-হার কমানো হয়েছে এবং সেই অনুযায়ী ত্রাণ প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে, অবকাঠামোতে ১০ লক্ষ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা নতুন শক্তিকে উৎসাহিত করবে এবং এর বিকাশকে ত্বরান্বিত করবে।
বাজেটের অন্যান্য দিক সম্পর্কে কথা বলতে গিয়ে, তিনি বলেন যে ডিজিটাল পেমেন্টের সাফল্যকে কৃষি খাতে প্রতিলিপি করা দরকার এবং তাই, সরকার এজন্য প্রয়োজনীয় ডিজিটাল অবকাঠামো স্থাপনের দিকে নজর দিয়ে একটি প্রকল্প চালু করেছে। তাছাড়া বাজেটে প্রযুক্তি ও নতুন অর্থনীতির ওপরও জোর দেওয়া হয়েছে।
আই.কে.জে/