২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যেসব দেশ দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য সফলতা পেয়েছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। এই সময়ে বাংলাদেশের দারিদ্র্য ৩ শতাংশ হ্রাস পেয়েছে। কিন্তু কোভিডের কারণে সেই অর্জন ফিকে হয়ে আসছে।
অন্যদিকে দেশে শ্রমশক্তির উৎপাদনশীলতা কমেছে। ২০০০-২০০৯ সালে দেশের শ্রমশক্তির উৎপাদনশীলতা ছিল ৫ শতাংশের মতো, ২০০৯-২০১৯ সালে তা কমে ৪ শতাংশের নিচে নেমে এসেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
শিল্প কিংবা সেবা খাতের তুলনায় অপেক্ষাকৃত কম উৎপাদনশীল কৃষিতে এখনো শ্রমশক্তির একটি বড় অংশ (২০১৬-১৭ সালের হিসাবে ৪০ দশমিক ৬ শতাংশ) নিয়োজিত। উৎপাদনশীল খাতে কাজ করছেন মাত্র ১৪ দশমিক ৪ শতাংশ শ্রমিক। তাই সার্বিকভাবে জিডিপিতে উৎপাদনশীল খাতের অবদান বাড়লেও কর্মসংস্থানে তার প্রতিফলন নেই বলে মনে করেন বিশ্লেষকেরা।