spot_img
28 C
Dhaka

২৬শে মার্চ, ২০২৩ইং, ১২ই চৈত্র, ১৪২৯বাংলা

দুর্যোগে সংকটে বাংলাদেশ সেনাবাহিনী গণমানুষের বিপদে আপনজন

- Advertisement -

খোকন কুমার রায়:

গণমানুষের আস্থা ও বিশ্বাসের জায়গাটা বাংলাদেশ সেনাবাহিনী দখল করে রেখেছেন অনেক আগে থেকেই এবং একটার পর একটা নজির সৃষ্টি করে যাচ্ছেন। বর্তমানে করোনা ভাইরাস নামে এক অদৃশ্য শক্তির বিরেুদ্ধে লড়াইয়েও মাঠে রয়েছেন। অত্যন্ত সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। অতীতেও দুর্যোগময় পরিস্থিতি ও সংকট মোকাবেলায় এ বাহিনীকে পাশে পেয়েছি আমরা। এ বাহিনীর প্রত্যেক সদস্য তাদের একদিনের উপার্জন তুলে দিয়েছেন অসহায়, দরিদ্র মানুষের সেবায়। এছাড়া এ বাহিনীর অন্যান্য প্রতিষ্ঠান হতে নগদ সহায়তা করেছেন।

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে ঝুঁকি নিয়ে সর্বসাধারণের পাশে রয়েছেন। অত্যন্ত সুশৃঙ্খলভাবে অসহায়, দরিদ্র মানুষদের খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে চলেছেন এবং প্রয়োজনীয় সহায়তা করছেন।

ফেসবুকে দেখলাম সেনাবাহিনীর সদস্যগণ রাস্তাঘাটে যে সকল সাধারণ মানুষ করোনা ঝুঁকি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে শুভেচ্ছা স্বরূপ ফুল উপহার দিয়ে যার যার বাসস্থানে যাওয়ার জন্য অনুরোধ করছেন এবং জনগণও সায় দিচ্ছে। এ থেকে বোঝা যায় বন্দুক নয় ভালোবাসা দিয়ে তারা বাংলার গণমানুষের মন জয় করে নিয়েছেন।

একদিকে বিভিন্ন অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় দায়িত্ব পালন, অন্যদিকে নিজেদের জীবিকা গণমানুষের কল্যাণে দান – এরূপ দৃষ্টান্ত বিশ্বের ইতিহাসে বিরল। যুগে যুগে আমাদের সেনাবাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দুর্যোগে-সংকটে আমাদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। বাংলার মানুষের বিপদের বন্ধু সেনাবাহিনীর প্রত্যেক সদস্যকে কৃতজ্ঞতা জানাই এবং সম্মিলিত প্রচেষ্টায় এ বিপর্যয় আমরা অতি শীঘ্রই কাটিয়ে উঠতে পারবো যেমনটা পেরেছিলাম অতীতে অনেকবার – এটাই প্রত্যাশা।

লেখক: সম্পাদক ও প্রকাশক, সুখবর.কম।

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ