ক্রীড়া প্রতিবেদক, সুখবর ডটকম: দুর্দান্ত তাইজুলে দ্বিতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। দুই ওপেনারের পাশাপাশি পূজারাকেও ফেরত পাঠিয়েছেন বাঁহাতি এই স্পিনার। প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে ভারত তুলেছে ৬৭ রান। আগের দিনের ১৯ রানের সাথে প্রথম সেশন শেষে ভারতের মোট সংগ্রহ ৮৬ রান।
এই সেশনে আরো একটি উইকেট পেতে পারতো বাংলাদেশ। লাঞ্চের আগে শেষ ওভারে পন্তের উইকেট পেতে পারতেন মিরাজ। পন্তের ব্যাটের কোনায় লেগে স্লিপে বল গেলেও সেটি কেউ তালুবন্দি করতে পারেনি। সে সময় ১১ রানে ছিলেন পন্ত। এছাড়া লাঞ্চের আগে রান আউট হতে পারতেন কোহলি। তাকে মাঝপথ ফিরিয়ে দেন পন্ত।
এর আগে দিনের শুরুতে ডাউন দ্যা উইকেটে এসে ডিফেন্ড করতে চেয়েছিল রাহুল। কিন্তু বল আঘাত হানে তার প্যাডে। বাংলাদেশ জোড়ালো আবেদন জানালেও আম্পায়ার সম্মতি দেয়নি। পরে রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। তাইজুলের বলে রাহুল ফেরেন ১০ রানে। নিজের পরের ওভারেই ভারতীয় শিবিরে ফের তাইজুলের আঘাত। এবার ফিরলেন আরেক ওপেনার শুভমন গিল (২০)।
পরপর দুই ওভারে দুই ওপেনারকে হারিয়ে সাবধানী খেলছিল কোহলি-পুজারা। তবে এই জুটি বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি তাইজুল। পূজারাকে নিজের তৃতীয় শিকার বানিয়ে জুটি ভাঙেন তাইজুল। পূজারা ফেরেন ২৪ রান করে।
টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন ভালো করতে পারেনি বাংলাদেশ। মুমিনুল হক ছাড়া কোনো ব্যাটসম্যানই নজর কাড়তে পারেনি। হতাশার ব্যাটিংয়ে স্বাগতিকরা গুটিয়ে যায় ২২৭ রানে। শেষ সময়ে বাংলাদেশ ভাঙতে পারেনি ভারতের উদ্বোধনী জুটি। ১৯ রান করে প্রথম দিন শেষ করে সফরকারীরা।
এম/
আরো পড়ুন:
আবারো মাঠে ফিরছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল