বিনোদন ডেস্ক, সুখবর ডটকম: পাঠান ছবির বেশরম রং গান নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে সমগ্র ভারতে। দীপিকা পাডুকোনকে কেন গেরুয়া মনোকিনি পরানো হল ওই মন্তব্যে তোলপাড় নানা মহল। শত বিতর্কের মাঝে মুখ খুললেন দীপিকার কস্টিউম ডিজাইনার শালিনা নাথানি।
বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় ডিজাইনার তিনি। দীপিকার সঙ্গেও দীর্ঘদিন ধরে কাজ করছেন। কেন নায়িকাকে খোলামেলা পোজে সাজালেন শালিনা? তাঁর কথায়, “সিদ্ধার্থ আনন্দ আমাকে গানের মুড ধরার কথা বলেছিলেন। পাঠান ছবিতে দীপিকার চরিত্র একেবারে কেয়ারফ্রি।
সেই কারণে অনন্য কায়দায় তাঁকে সাজাতে হতো।” ডিজাইনার এও জানিয়েছেন, শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনকে একেবারে ভিন্ন লুক দিতে চেয়েছিলেন তিনি। দীপিকাকে লাস্যময়ী করে তোলার টাস্ক দেওয়া হয়েছিল তাঁকে।
তাছাড়া কাজের ক্ষেত্রে সমস্ত স্বাধীনতা দেওয়া হয়েছিল। তাই খুব সিরিয়ালসি অভিনেত্রীর সমস্ত লুক ডিজাইন করেছেন তিনি। কান ফিল্ম ফেস্টিভ্যালের সময়ও দীপিকাকে সাজিয়েছেন তিনিই।
এসি/ আইকেজে /
আরো পড়ুন:
ধন্যবাদ জানিয়ে বিমান থেকে ঝাঁপ দিলেন টম ক্রুজ