লাইফস্টাইল ডেস্ক, সুখবর বাংলা: ত্বকের যত্ন নিতে চলে নানা রকম কসরত। কখনও প্যাক ব্যবহার, কখনও ব্যবহার করে থাকি মাস্ক। এই সবের সঙ্গে চলে নানা রকম প্রোডাক্টের ব্যবহার। এবার ত্বকের যত্ন নিতে ব্যবহার করুন গোলাপ।
প্রাচীনকাল থেকেই ত্বকের যত্নে গোলাপ জল ও গোলাপ ফুলের পাপড়ি ব্যবহৃত হয়ে আসছে। তবে শুধু পাপড়ি ব্যবহার করলেই হবে না, জানতে হবে ব্যবহারের সঠিক নিয়ম।
ঘরে বসেই গোলাপের পাপড়ি দিয়ে বানিয়ে ফেলতে পারবেন তিনটি ফেসপ্যাক, যা ত্বকে আনবে উজ্জ্বলতা; আর আপনার ত্বককে করে তুলবে মোহনীয়।
- গোলাপ ফুলের পাপড়ি ভালোভাবে ব্লেন্ড বা বেটে নিন। এরপর সেখানে মিশিয়ে নিন কাঁচা দুধ ও চন্দন গুঁড়া। মুখ ভালোভাবে ধুয়ে নিয়ে মিশ্রণটি মুখে লাগিয়ে নিন। মিনিট দশেক রেখে ভেজা হাতে মুখে আরেকবার ভালো করে ম্যাসাজ করে নিন। ম্যাসাজ হয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এই প্যাক লাগলেই ত্বকে ফিরবে আগের লাবণ্যতা।
- আমাদের ত্বকের যত্নে কমলালেবুর বিশেষ অবদান রয়েছে। কমলার খোসা রোদে শুকিয়ে গুঁড়া করে নিন। সেই গুঁড়ার সঙ্গে মিশিয়ে নিন গোলাপ ফুলের পাপড়ি আর মধু। এই মিশ্রণটি মুখের দাগছোপ তুলতে বেশ সাহায্য করতে পারে। বিশেষত রোদ বা দূষণের ফলে ত্বকের যে ক্ষতি হয়, তার হাত থেকে ত্বককে রক্ষা করে এই প্যাক। এই প্যাকটিও সপ্তাহেক এক থেকে দুই দিন ব্যবহার করা যায়। এতে অনেকটা উপকৃত হবে আপনার ত্বক।
- গোলাপের তাজা পাপড়ির সঙ্গে অলিভ অয়েল, নারকেলের দুধ ব্লেন্ড করে দারুণ একটি ফেসপ্যাক বানিয়ে ফেলতে পারবেন আপনি। নারকেল তেলে থাকে ফ্যাটি অ্যাসিড। অলিভ অয়েলে থাকে ভিটামিন। মুখের আর্দ্রতা ধরে রাখতে ও অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে কাজে আসে এই দুটি উপাদান। রাতে শুতে যাওয়ার আগে এই প্যাকটি মুখে লাগিয়ে নিতে পারেন।
এই তিন প্যাক চাইলে মুখের সঙ্গে হাতেও লাগাতে পারেন। গোলাপ ফুলে কয়টি গুরুত্বপূর্ণ মৌল আছে। যা ত্বকের জন্য খুবই উপকারী।
তবে ত্বকের ধরণ বুঝে অবশ্যই নিতে হবে। এসব উপকরণের কণ একটিতে যদি অ্যালার্জি হয়ে তঘাকে আপনার ত্বকে তাহলে এসব প্যাক না ব্যবহার করায় ভালো।
আরো পড়ুন: