তোমায় ভালোবাসি
****নীলিমা শীল
বাংলা মায়ের একান্ন আজ সবার মুখে হাসি,
কেমন করে বোঝাই মা গো তোমায় ভালোবাসি!
তোমরা যাঁরা আনলে স্বদেশ জীবন রেখে বাজি
তাঁদের জানাই গভীর শ্রদ্ধা সবাই তোমরা গাজি।
সম্ভ্রম হারা মা বোনেরা জানাই শত প্রণাম
এত সম্পদ নেই তো আমার দিব তোমায় সম্মান।
দুই লক্ষ মা বোনের সম্মান নিল যারা লুটে
তাদের তোমরা পিসে দিলে চামড়ার তৈরি বুটে।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জানাই হাজার সালাম
তোমাদের ত্যাগ আর বীরত্বে আমরা স্বাধীন হলাম।
সাত কোটির জন্য তোমরা বিলিয়ে গেছো প্রাণ
তোমরা অমর তোমরা মহান তোমরা জাতির ঘ্রাণ।
মহান পুরুষ শেখ মুজিবুর দেখিয়ে দিলেন পথ
তাঁর দেখানো পথে হেঁটে হাজির মুক্তি রথ।
এমন কিছু নেই যে আমার দিতে পারি মূল্য
তোমাদের ত্যাগ অসীম অশেষ নেই কিছু তার তুল্য ।
ঋণ শোধানোর সময় এখন হাত বাড়িয়ে দাও,
সবাই মিলে মাতৃভূমির সেবার দীক্ষা নাও।
এসি/
আরো পড়ুন:
আমি এক ব্রতচারিণী – ভীষ্মদেব বাড়ৈ