নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নামাজ শুরু হয়। মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী এতে ইমামতি করেন।
দেশের বৃহত্তম এ জুমার জামাতে অংশ নিতে রাত থেকেই মুসল্লিরা ভিড় করেন ইজতেমা ময়দানে। পাশাপাশি উত্তরা, টঙ্গী, গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে মুসল্লিরা দলে দলে ময়দানে যোগ দেন। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের অংশগ্রহণে ভরে যায় ইজতেমা মাঠ। মানুষের ঢলে জায়গা না পেয়ে অনেকেই বসে পড়েন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কামারপাড়া-মন্নুগেট সড়ক ও আশপাশের অলিগলিতে। এতে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।
সরেজমিন দেখা যায়, জুমার নামাজে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন মাধ্যমে মুসল্লিরা আসতে থাকেন ইজতেমা মাঠের দিকে। নামাজে অংশ নিতে মুসল্লিরা চেষ্টা করেন ইজতেমা ময়দানে প্রবেশের। এর মধ্যেই মাইকে ঘোষণা আসে নামাজের। মুসল্লিরা ছোটাছুটি বন্ধ করে বসে পড়েন যে যাঁর জায়গায়।
তাবলিগ জামাতের বিবদমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। প্রথম পক্ষ বা মাওলানা সাদ কান্ধলভির বিরোধী হিসেবে পরিচিত মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা পালন করেন ১৩ থেকে ১৫ জানুয়ারি। আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় পক্ষ বা মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের ইজতেমা। তাঁদের ইজতেমা চলবে আগামী রোববার পর্যন্ত।
এম/
আরো পড়ুন:
জুনে শুরু আগারগাঁও-মতিঝিল মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল