স্পোর্টস ডেস্ক, সুখবর ডটকম: তালেবানরা ক্ষমতায় আসার পর আফগানিস্তানে থমকে আছে মেয়েদের ক্রিকেট। এর পর মেয়েদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার দরজাও। আইসিসি বিষয়টি উদ্বেগজনক ঘোষণার পর পরই প্রতিবাদে আফগানিস্তান পুরুষ দলের সঙ্গে ওয়ানডে সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল মার্চে। সংযুক্ত আরব আমিরাতে এ সিরিজ আবার ওয়ানডে সুপার লিগের অংশও। কিন্তু আফগানিস্তানে নারী ও মেয়েদের শিক্ষার ওপর কড়াকড়ি আরোপ করায় ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতিতে বলেছে— ‘সংশ্লিষ্ট সবার সঙ্গে এমনকি অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এ মুহূর্তে পূর্বনির্ধারিত অস্ট্রেলিয়া-আফগানিস্তান সিরিজটি আয়োজন সম্ভব নয়।’
সেখানে আরও বলা হয়েছে, ‘সম্প্রতি তালেবান কর্তৃক নারী ও মেয়েদের শিক্ষা, কর্মসংস্থানসহ পার্ক ও জিমে যাতায়াতের ওপর বিধিনিষেধ আরোপের পর এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’
দুই বছরে দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের সঙ্গে সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া। দুটি ক্ষেত্রেই কারণ ছিল নারীদের ওপর তালেবান সরকারের কঠোর নীতি। সর্বশেষ গত ২০২১ সালে হোবার্টে পূর্বনির্ধারিত একমাত্র টেস্টটিও ক্রিকেট অস্ট্রেলিয়া বাতিল করেছিল।
এম/
আরো পড়ুন:
টিভিতে দেখুন আজকের খেলা (১২ জানুয়ারি ২০২৩)