ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ নতুন বছরে গত শনি থেকে রবিবারের মধ্যে তাইওয়ানের আশেপাশে মোট ১০টি চীনা সামরিক বিমান এবং ৪টি নৌজাহাজ শনাক্ত করা হয়েছে।
এমএনডি যুদ্ধবিমানগুলোর গতিপথ প্রকাশ করেনি এবং উল্লেখ করেনি যে চীনা বিমানগুলোর মধ্যে কোনটি তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে (এডিআইজেড) প্রবেশ করেছে বা তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে কিনা।
এমএনডি মোতায়েন করা বিমান এবং জাহাজের মডেল এবং প্রকারের বিবরণও দেয়নি।
মন্ত্রণালয় জানায় যে, তারা যুদ্ধ বিমান এবং নৌ টহল ও সক্রিয় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চীনা সামরিক বিমানের গতিপথ পর্যবেক্ষণ করার চেষ্টা করছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর থেকেই তাইওয়ানের এডিআইজেড-এ চীনা বিমানের প্রবেশ সম্পর্কে তথ্য প্রকাশ করে আসছে।
ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি গত বছরের ২-৩ আগস্ট তাইওয়ান সফর করার পর, চীন ২০২২ সালের আগস্টের শুরু থেকেই তাইওয়ানে সামরিক কূটকৌশল বাড়ায় এবং সারা দেশের ছয়টি ভিন্ন ভিন্ন স্থানে লাইভ-ফায়ার ড্রিল পরিচালনা করে।
ন্যান্সি পেলোসির তাইওয়ান ভ্রমণের পর চীনা যুদ্ধবিমান বেশ কয়েকবার মধ্যরেখা অতিক্রম করে গিয়েছে। উল্লেখ্য, এই মধ্যরেখা তাইওয়ান – চীনের মধ্যকার একটি অনানুষ্ঠানিক সীমারেখা।
আই. কে. জে/