ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: চীনা প্রতিরক্ষা মুখপাত্র জানান, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের জন্য এক চুল পরিমাণ জায়গা ছাড়তেও রাজি নয় চাইনিজ পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)।
পিএলএ সবসময়ই জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে দৃঢ়ভাবে রক্ষা করতে প্রস্তুত বলে জানান তিনি।
তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বৃদ্ধিকারী মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আক্রমণাত্মক পদক্ষেপের বিষয়ে সংবাদমাধ্যমে ভাষণ দেওয়ার সময় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তান কেফেইকে এই কথাগুলো বলেন।
তান বলেন, ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি কর্তৃপক্ষের তথাকথিত তাইওয়ানের স্বাধীনতা রক্ষার জন্য বাইরের দেশে সহযোগিতা গ্রহণ এবং চীনের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক কার্যক্রম পরিচালনাই মূলত তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বৃদ্ধির প্রধান কারণ।
তাইওয়ানের স্বাধীনতার দাবিতে বাইরের দেশের হস্তক্ষেপ এবং বিচ্ছিন্নতাবাদী পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে পিএলএ-এর সামরিক অভিযান পরিচালনা একদম সঠিক পদক্ষেপ ছিল বলে জানান তিনি।
তাইওয়ান চীনের অংশ এবং তাইওয়ানের তথাকথিত স্বাধীনতার বিষয়টিও চীনের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করে তান বলেন বাইরের শক্তির কোনরকম কার্যকলাপ পিএলএ সহ্য করবে না।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানের মধ্যকার যে কোনও অফিসিয়াল বা সামরিক যোগাযোগের তীব্র বিরোধিতা করে চীন।
চীনের ক্ষমতা রোধের চেষ্টায় তাইওয়ানকে ব্যবহার না করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেন তান।
উল্লেখ্য, চীন দাবি করে যে তাইওয়ান একটি স্ব-শাসিত দ্বীপ, যেখানে ২৪০ লাখ লোকের বসবাস। চীনের দক্ষিণ-পূর্ব উপকূল থেকে ১০০ মাইল দূরে অবস্থিত এ দ্বীপটি বিশ্বের উন্নত কম্পিউটার চিপ তৈরি করতে সক্ষম। শি জিনপিং তার জীবদ্দশায় এই দ্বীপটি চীনাদের দখলে আনতে চান। তার মতে চীনের মর্যাদা পুনরুদ্ধারের জন্য তাইওয়ান দখল অত্যন্ত জরুরি একটি বিষয়।
আই. কে. জে /