নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)-এর অ্যালামনাই এসোসিয়েশনের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) এ কমিটির অনুমোদন দেন বর্তমান কমিটির সভাপতি মোহাম্মদ মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক ধীমান রায়।
পূর্ণাঙ্গ কমিটির দপ্তর সম্পাদক ঢাবি আইইআর এর ১৪ ব্যাচের শিক্ষার্থী কাজী ফারুক হোসেন প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে এ পর্যন্ত ২৩টি ব্যাচ স্নাতক ডিগ্রী অর্জন করেছে। কমিটিতে বিভিন্ন পদে ১ম থেকে ২৩তম ব্যাচের প্রতিনিধিদের সমন্বয়ে ৭৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
আরো বলা হয়, আইইআর অ্যালামনাই-এর সদস্যবৃন্দ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার গুণগতমান উন্নয়নে সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে নানাভাবে সহায়তা করে যাচ্ছে। নবগঠিত কমিটি ঢাবি আইইআর-এর একাডেমিক ও সহশিক্ষাক্রমিক কার্যক্রমে সহায়তার পাশাপাশি ইনস্টিটিউটের কর্মপরিধি ও সুনামকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেবে। পাশাপাশি নবগঠিত অ্যালামনাই কমিটি আইইআর-এর সাবেক ও নতুন সদস্যদের মধ্যে সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন অনেক শক্তিশালী করবে।
আই. কে. জে/