সুখবর প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ডেঙ্গু রোগ সংক্রান্ত সকল পরীক্ষা সরকারি হাসপাতালে বিনামূল্যে এবং বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ ৫শ’টাকা নির্ধারণ করা হয়েছে।
এই নির্দেশনা না মানলে জরুরি মিনিস্টার মনিটরিং সেল হটলাইন- ০১৩১৪৭৬৬০৬৯, ০১৩১৪৭৬৬০৭০, ০২-৪৭১২০৫৫৬, ০২-৪৭১২০৫৫৭ এবং ই-মেইল: ministermonitoringcell@gmail.com এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।