spot_img
23 C
Dhaka

২২শে মার্চ, ২০২৩ইং, ৮ই চৈত্র, ১৪২৯বাংলা

ডিএনসিসির ৪০ কেন্দ্রে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্তের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৪০টি স্বাস্থ্যকেন্দ্রে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সব নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে।

এসব কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট সরবরাহ করা হয়েছে। ডেঙ্গু পরীক্ষার ফল সঙ্গে সঙ্গে জানা যাবে। তবে ডেঙ্গু পরীক্ষার জন্য অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন দেখাতে হবে বলে জানান তিনি।

ডিএনসিসির ডেঙ্গু পরীক্ষা কেন্দ্র: অঞ্চল ১ (উত্তরা) নগর মাতৃসদন, বাড়ি-১১, রোড-১১, সেক্টর-৬, উত্তরা। নগর স্বাস্থ্য কেন্দ্র-১ : বাড়ি-৯২, রোড-১২, সেক্টর-১০, উত্তরা মডেল টাউন। নগর স্বাস্থ্য কেন্দ্র-২ : কবরস্থানের উত্তর পূর্ব পাশে, রোড-১০/এফ, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, ঢাকা।

নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, ২৩৫/২৩৬, দারোগাবাড়ি, মধুপুর চৌরাস্তা ফায়দাবাদ, উত্তরা মডেল টাউন। নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, ১৫০ আশকোনা মেডিকেল রোড, এয়ারপোর্ট। নগর স্বাস্থ্য কেন্দ্র-৫, ১৩৪/৪ কাজীবাড়ি রোড, কুড়িল চৌরাস্তা, কুড়িল। নগর স্বাস্থ্য কেন্দ্র-৬, বাড়ি ৩২৫ আনিচবাগ, কলেজ রোড, চেয়ারম্যান বাড়ি। অঞ্চল ২ (মিরপুর) নগর মাতৃসদন : জে-২, বর্ধিত পল্লবী, ভোলা বস্তির উল্টো দিকে, মিরপুর সাড়ে এগারো।

নগর স্বাস্থ্য কেন্দ্র-১ : বাড়ি-৯, ব্লক-ই, রোড-৬, আরামবাগ (আ/এ), সেকশন-৭, মিরপুর। নগর স্বাস্থ্য কেন্দ্র-২ : জে-২, বর্ধিত পল্লবী, ভোলা বস্তির উল্টো দিকে, মিরপুর সাড়ে এগারো। নগর স্বাস্থ্য কেন্দ্র-৩ : বাড়ি-৬, ব্লক-এফ, রোড-৩, সেকশন-২, মিরপুর। নগর স্বাস্থ্য কেন্দ্র-৪ : ব্লক-এফ, রোড-৬, সেকশন-১, মিরপুর। সূর্যের হাসি ক্লিনিক : বাড়ি নং ১, রোড ৯, ব্লক-ডি, সেকশন-১২, মিরপুর। রাড্ডা এমসিএইচএফপি সেন্টার, সেকশন-১০, মিরপুর। সূর্যের হাসি ক্লিনিক, রোড ১, ব্লক-এ, সেকশন-১৩ (হারম্যান মেইনার স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন), মিরপুর। অঞ্চল ৩ (মহাখালী) : নগর মাতৃসদন, নয়াটোলা পার্কের সামনে, গ্রিনওয়ে রোড, নয়াটোলা, মগবাজার। নগর স্বাস্থ্য কেন্দ্র-২ : ৫৯৯ বড় মগবাজার। নগর স্বাস্থ্য কেন্দ্র-৩ : ৫৯৪ মধুবাগ, মগবাজার। নগর স্বাস্থ্য কেন্দ্র-৪ : মহাখালী গ/১৬/এ, আমতলা। নগর স্বাস্থ্য কেন্দ্র-৫ : ১৭১ উত্তর বাড্ডা। সূর্যের হাসি ক্লিনিক : হোল্ডিং নং গ-১০৭৬, ঈদগাহ জামে মসজিদ রোড, শাহজাদপুর।

সূর্যের হাসি নেটওয়ার্ক, হাউস নং ৪৫, রোড নং ২, ব্লক-এ, আফতাবনগর। সূর্যের হাসি ক্লিনিক, ৪৬৬/১ শাহিনবাগ, (পশ্চিম নাখাল পাড়া)। অঞ্চল ৪ (মিরপুর-১০) : নগর মাতৃসদন, ৪/বি/বি, দ্বিতীয় কলোনি, মাজার রোড, মিরপুর-১। নগর স্বাস্থ্য কেন্দ্র-১ : নেকিবাড়ির টেক, ২য় কলোনি, হরিরামপুর, মিরপুর-১। নগর স্বাস্থ্য কেন্দ্র-২ : বাড়ি-২৭, রোড-১১, কল্যাণপুর।

নগর স্বাস্থ্য কেন্দ্র-৩ : ১৯২/১ মধ্য পাইকপাড়া, মিরপুর-১। নগর স্বাস্থ্য কেন্দ্র-৪ : ৫৯১ উত্তর কাফরুল, চেয়ারম্যান বাড়ি, ঢাকা ক্যান্টনমেন্ট। নগর স্বাস্থ্য কেন্দ্র-৫ : ৩৮৬ মুন্সিবাড়ি রোড, উত্তর ইব্রাহিমপুর, ঢাকা ক্যান্টনমেন্ট। গোলারটেক, দারুস সালাম থানা মাঠ, মিরপুর-১।

২৬/এ, আহম্মেদ নগর, পাইকপাড়া, মিরপুর-১। ২৭৭/১, মধ্য পীরেরবাগ, মিরপুর। ৬৭৪/১, পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর। অঞ্চল ৫ (কারওয়ান বাজার) নগর মাতৃসদন, ৩/৫ খ, বাঁশবাড়ি, মোহাম্মদপুর।

নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, ৬৫/ভি, নুরজাহান রোড, মোহাম্মদপুর। নগর স্বাস্থ্য কেন্দ্র-৬ : পাল সমিতি, রায়েরবাজার। নগর স্বাস্থ্য কেন্দ্র-৭ : ৬৪ পশ্চিম আগারগাঁও। ১৩৬, তেজকুনিপাড়া, ফার্মগেইট, তেজগাঁও। ৫২/এ, পশ্চিম রাজাবাজার, শেরে বাংলানগর। বাড়ি নং ৩২৪, রোড নং ৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর।

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ