স্পোর্টস ডেস্ক, সুখবর ডটকম: শারজায় আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে জায়গা পাননি নিয়মিত অধিনায়ক বাবর আজম। তার পরিবর্তে অধিনায়ক করা হয়েছে শাদাব খানকে। ১৮ জনের স্কোয়াডে রয়েছে একাধিক নতুন মুখ। যদিও বিবৃতিতে বলা হয়েছে, বাবরসহ কয়েক সিনিয়র ক্রিকেটারকে দেয়া হয়েছে বিশ্রাম।
দল নির্বাচনে গুরুত্ব দেওয়া হয়েছে পাকিস্তান সুপার লিগের পারফরম্যান্সকে। বাবরের মতো দলে জায়গা হয়নি পেসার শাহিন শাহ আফ্রিদির। বিশ্রাম দেওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানকে। সুযোগ দেওয়া হয়েছে একাধিক নতুন মুখকে।
পাকিস্তান সুপার লিগে ভাল খেলার পুরস্কার পেয়েছেন সাইম আয়ুব, তৈয়ব তাহির, জ়ামান খান এবং ইসানুল্লাহ। বেশ কিছু দিন পর জাতীয় দলে ফেরানো হয়েছে আজম খান এবং ইমাদ ওয়াসিমকে। রিজার্ভ হিসাবে রাখা হয়েছে হাসিবুল্লাহ, উসামা মীর এবং আবরার আহমেদকে।
নতুন অধিনায়ককে অভিনন্দন জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি, ‘আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ়ে পাকিস্তানের অধিনায়ক নির্বাচিত হওয়ার জন্য শাদাবকে অভিনন্দন। গত দু’বছর ধরে শাদাব পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে সহ-অধিনায়ক। বাবরের অনুপস্থিতিতে তাই ওকেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।’
পাকিস্তান দল: শাদাব খান (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আজ়ম খান, ফাহিম আশরাফ, ইফতিখার আহমেদ, ইহসানুল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হ্যারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আয়ুব, শান মাসুদ, তৈয়ব তাহির, জ়ামান খান।
এম/
আরো পড়ুন:
টিভিতে দেখুন আজকের খেলা (১৪ মার্চ ২০২৩)