spot_img
23 C
Dhaka

২৮শে জানুয়ারি, ২০২৩ইং, ১৪ই মাঘ, ১৪২৯বাংলা

‘টাকার জন্য বিয়ে’! কটাক্ষের শিকার তামিল নায়িকা

- Advertisement -

বিনোদন ডেস্ক, সুখবর ডটকম: তামিল অভিনেত্রী মহালক্ষ্মী প্রযোজক স্বামী রবিন্দর চন্দ্রশেখরনের সঙ্গে ছবি পোস্ট করে প্রায়শই শিরোনাম আসেন। চন্দ্রশেখরন একজন প্রযোজক এবং ইনভেস্টর। মূলত তামিল শিল্পজগতেই কাজ করেন। খুব সম্প্রতিই তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে দুজনের ছবি প্রায়ই হয় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার।

সমাজের একটা অংশের ধারণা টাকার জন্যই কলিউডের এই সুন্দরী অভিনেত্রী ‘মোটা’ প্রযোজককে বিয়ে করেছেন। যদিও সোশ্যাল মিডিয়ায় রবিন্দর চন্দ্রশেখর ও মহালক্ষ্মীর ছবিতে ভালোবাসা খুঁজে পান অনেকেই। তাদের বিশ্বাস, ‘ভালোবাসা সত্যিই বাহ্যিক অবয়বে বিশ্বাস করে না।’

বিয়ের সময় মহালক্ষ্মী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘তুমি আমার হৃদয় চুরি করেছ। কিন্তু আমি তোমাকে এটা রাখার অনুমতি দেব।’

আরেকটা ছবিতে লিখেছিলেন, ‘জীবন খুব সুন্দর। আর তুমিই এটা সম্ভব করেছ। আমি ভাগ্যবান যে তুমি আমার জীবনে এসেছ। তোমার ভালোবাসা আমার জীবনকে পূর্ণ করুক।’

জবাবে নিজের ভালোবাসা প্রকাশ করে রবিন্দর লিখেছিলেন, ‘ভালোবাসার ভালোবাসা দরকার। ভালোবাসার মহালক্ষ্মী দরকার। আমি তোমাকে ভালোবাসি আমার বউ।’

পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে তিরুপতি বালাজির মন্দিরে একে-অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। রবিন্দর ও মহালক্ষ্মী দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে।

প্রসঙ্গত, এই জুটির প্রথম দেখা রবিন্দর প্রযোজিত ‘বিদ্যুম ওয়ারাই কাঠিরু’ ছবির সেটে। পরিচয় থেকে প্রণয় সবশেষে পরিণয়। ‘ভানি রানি’, ‘অফিস’, ‘চেল্লামে’, ‘উথিরিপুক্কল’, এবং ‘ওরু কাই ওসাই’ শিরোনামে কয়েকটি তামিল সিরিয়ালে কাজ করেছেন মহালক্ষ্মী।

অপরদিকে রবিন্দর তার লিব্রা প্রোডাকশনের ব্যানারে ‘নাটপুনা এন্নাডু থেরিয়ুমা’, ‘মুরুঙ্গাইকাই চিপস’, ‘বিদ্যুম ওয়ারাই কাঠিরু’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এসি/ আই. কে. জে/

আরো পড়ুন:

শ্রাবন্তীকে চুমু খেতে গিয়ে চড় খেলেন ভক্ত!

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ