ক্রীড়া ডেস্ক, সুখবর বাংলা: এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (৩০ আগস্ট) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও আফগানিস্তান খেলবে দ্বিতীয় ম্যাচ। শনিবার (২৭ আগস্ট) নিজেরদের প্রটসেথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারায় তারা।
এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-২০ তে শততম ম্যাচ খেলতে যাচ্ছে সাকিব আল হাসান। তাই ম্যাচে আলাদা নজর থাকবে তার ওপর।
বাংলাদেশের একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাইম শেখ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
আফগানিস্তানের একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিদ জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল-হক, মুজিব উর রহমান ও ফজল হক ফারুকি।
আরো পড়ুন:
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে যে ৪ বিষয় পার্থক্য গড়বে