বিনোদন ডেস্ক, সুখবর ডটকম: কলকাতার সুলতান খ্যাত অভিনেতা জিৎ জন্মসূত্রে অবাঙালি, অথচ একটা সময়ের বাংলা ছবির অন্যতম এক হিরোর নাম জিৎ। সুন্দর চেহারা। গায়ের রং ফরসা। প্রথম ছবি ‘সাথী’ বক্স অফিসে সুপারহিট। কালীঘাটে বড় হওয়া জিতু মদনানীকে বাংলা ইন্ডাস্ট্রি চিনল জিৎ নামে। ৩০ নভেম্বর বুধবার ছিল জিতের ৫২তম জন্মদিন। কেমন কাটল অভিনেতার দিনটা?
একে একে টালিউডের পরিচালক থেকে অভিনেতা, এছাড়াও একাধিক ফ্যানক্লাব, ভক্তদের নেটমাধ্যম জুড়ে শুভেচ্ছাবার্তা, পোস্ট-উইশের ঝড় দেখা গিয়েছিল। তবে জিতের ফেসবুক পেজ থেকে লাইভ ভিডিওটি তাতে এনেছে অন্যমাত্রা।
ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন:
https://www.facebook.com/watch/?v=596886768876601
সেখানে দেখা যাচ্ছে কাতারে কাতারে ভক্ত জিতের বাড়ির সামনে ভিড় করেছে তাঁদের পছন্দের হিরোকে উইশ করবে বলে, একবার চোখের দেখা যদি দেখা যায়, একটা ছবি যদি তোলা যায়… যেমন চাওয়া তেমনই কাজ।
সে যে দু’দশকের কেরিয়ার ধরেই ভক্তদের কাছের মানুষ, পাশের বাড়ির দামাল ছেলেটা, নিজের কাছের মানুষের মতোই স্বপ্নের নায়ক, ভক্তদের এত আবদার কি ফেলতে পারেন? তিনিও ব্যলকনিতে এসে ধরা দিলেন ভক্তদের।
ভিডিওটিতে দেখা যায়, জিতের বাড়ির সামনে ভিড় করেছে ভক্তরা। তাদের পছন্দের অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। তাদের ইচ্ছে প্রিয় তারকাকে একবার কাছ থেকে দেখবে ও ছবি তুলবে তার সঙ্গে।
তবে তাদের চাওয়া অপূর্ণ রাখেননি জিৎ। বাড়ির ব্যালকনিতে এসে ভক্তদের সামনে ধরা দিলেন প্রিয় অভিনেতা। ব্যালকনিতে দাঁড়িয়ে সবার সঙ্গে সেলফি তুলেছেন। এ সময় ভক্তরা আনন্দ-উল্লাসে ফেটে পড়েন।
এসময় জিতের চোখেমুখে ফুটে উঠেছিল জিতে যাওয়ার গল্প। জন্মদিনে ভক্তদেরকে কাছে পেয়ে তার আনন্দও যেন দ্বিগুণ হয়ে যায়।
এসি/ আইকেজে
আরো পড়ুন:
কী কারণে রানী মুখার্জি সাইফের চুমু খেতে বাধ্য হয়েছিলেন?