ডেস্ক প্রতিবেদন, সুখবর বাংলা: ব্যস্ত রাস্তায় প্রায়ই দেখতে পাওয়া যায় বড় বড় পেট্রোলবাহী ট্রাক। এসব পেট্রলবাহী ট্রাকে একটি অদ্ভুত জিনিস লক্ষ করেছেন কখনো?
একটু খেয়াল করলে বিশাল এই ট্রাকগুলোতে একটি লোহার শিকল ঝুলে থাকতে প্রায়ই দেখা যায়। কিন্তু এর কারণ কী, তা কি কারো জানা আছে? আজ জানাব সে বিষয়েই কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
সাধারণত পেট্রলবাহী ট্রাকগুলো এমনিতেই বিপজ্জজনক। কেননা, ট্রাকের ভেতরে ট্যাংকের ঘর্ষণে পেট্রলের নড়াচড়ায় তৈরি হয় স্থির বিদ্যুৎ।
ট্রাক চলাচলে এই স্থির বিদ্যুতের পরিমাণ বাড়তে শুরু করে, যা থেকে স্ফুলিঙ্গ তৈরি হয়ে ঘটতে পারে বড় ধরনের বিস্ফোরণ।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ট্রাকে একটি লোহার শিকল ঝুলিয়ে দেয়া হয়। লোহার শিকল এমনভাবে ঝুলিয়ে দেয়া হয় যাতে শিকলটি ট্রাক থেকে নিচে নেমে মাটি স্পর্শ করতে পারে।
এ পদ্ধতিতে লোহার শিকল ট্রাকে ঝোলানো হলে ট্রাকের নড়াচড়ায় বা ঘর্ষণে যে স্থির বিদ্যুৎ উৎপন্ন হয়, তা মাটিতে চলে যেতে পারে। তাই নিরাপত্তা নিশ্চিত করতে আর দুর্ঘটনা এড়াতে সব পেট্রলবাহী ট্রাকেই লোহার শিকল ঝুলিয়ে রাখা জরুরি।
আরো পড়ুন: