ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর শুক্রবার ঘোষণা করেছেন, দেশটি দক্ষিণ সুদানে তার জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীর (ইউএনআইএসএফএ) অংশ হিসেবে নারী শান্তিরক্ষীদের মোতায়েন শুরু করবে।
সুব্রহ্মণ্যম জয়শঙ্কর জানান, আজ ইউএনআইএসএফএ-তে ভারতীয় ব্যাটালিয়নের অংশ হিসেবে নারী শান্তিরক্ষীদের একটি প্লাটুন মোতায়েন করা হয়েছে। ইউএন শান্তিরক্ষার ঐতিহ্যে নারী শক্তিও অংশগ্রহণ করা শুরু করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ভারত সুদীর্ঘকাল ধরে অবদান রেখে চলেছে।
দক্ষিণ এশিয়ার এই রাষ্ট্র এখন পর্যন্ত ৪৯ টি জাতিসংঘ মিশনে ২ লাখেরও বেশি সৈন্য প্রেরণ করেছে। জুলাই, ২০২২ পর্যন্ত ভারত ১৩ টি সক্রিয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মধ্যে ৮ টিতে শান্তিরক্ষা কর্মী মোতায়েন করেছে।
২০০৭ সালে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ইতিহাসে প্রথমবারের মতো, ভারত যুদ্ধ-বিধ্বস্ত লাইবেরিয়াতে মোতায়েন করার জন্য একটি সর্ব-মহিলা গঠিত পুলিশ ইউনিট (এফপিইউ) পাঠায়।
জাতিসংঘ পূর্বেই এ ব্যাপারে বলেছে যে, শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণ বেশি হওয়ার কারণে সাম্প্রতিক সময়ে অভিযানগুলো আরও সফল হয়েছে।
২০২০ সালের হিসাব অনুযায়ী, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে প্রায় ৯৫ হাজার শান্তিরক্ষীর মধ্যে ৪.৮% ছিল নারী সেনাসদস্য, ১০.৯% সুগঠিত নারী পুলিশ জোট এবং ৩৪% ন্যায় আদালতের নারী সদস্য।
২০২৮ সাল নাগাদ এ সংখ্যা আরো বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। সুগঠিত পুলিশ ইউনিটে কর্মরত মহিলাদের জন্য ২০২৮ সালের লক্ষ্যমাত্রা হল ২০ শতাংশ, এবং পৃথক পুলিশ অফিসারদের জন্য ৩০ শতাংশ৷
আই. কে. জে/