ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা তাদের নিহত নেতা আয়মান আল-জাওয়াহিরির একটি ৩৫ মিনিটের ভিডিও বার্তা প্রকাশ করেছে গত শুক্রবার।
উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে মার্কিন ড্রোন হামলায় আল-জাওয়াহিরি নিহত হয়েছে বলে ধারণা করা হয়েছিল।
ভিডিও বার্তায় কোনও তারিখের উল্লেখ ছিল না এবং ভিডিও বার্তাটি কখন ধারণ করা হয়েছে সে বিষয়েও কোন তথ্য পাওয়া যায় নি।
৩১ জুলাই সকালে, ৯/১১ এর মূল পরিকল্পনাকারী, আয়মান আল-জাওয়াহিরি আফগানিস্তানের কাবুল শহরে একটি মার্কিন ড্রোন দ্বারা নিহত হয়।
জাওয়াহিরির সাথে পাকিস্তান সম্পৃক্ত ছিল এমন একটি তথ্য প্রকাশ্যে এসে বিতর্কের জন্ম দেয়। তবে এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা পাকিস্তান কেউই আজ পর্যন্ত কোনও কথা বলে নি।
জানা যায়, আফগানিস্তানের তালেবানদের আশ্রয়ে আসার আগে জাওয়াহিরি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর সুরক্ষায় পাকিস্তানে বসবাস করছিল।
বহু বছর ধরে পাকিস্তানের সীমান্ত এলাকায় লুকিয়ে থাকার পর ঠিক কোন কারণে আফগানিস্তানে সে ফিরে এসেছিল তা স্পষ্ট নয়। তবে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর হয়তো তার পরিবারও আফগানিস্তানে ফিরে এসেছে।
গোয়েন্দা সূত্র থেকে জানা যায়, জাওয়াহিরিকে করাচিতে আশ্রয় দেওয়া হয়েছিল এবং আফগানিস্তান তালেবানদের দখলে আসার কিছু দিন পর হাক্কানি গ্রুপ তাকে চামান সীমান্ত দিয়ে কাবুলে নিয়ে যায়।
তবে আমেরিকান এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের (এইআই) একজন সিনিয়র ফেলো মাইকেল রুবিন জাওয়াহিরির হত্যাকাণ্ডে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করেন।
তিনি বলেন, পাকিস্তান অর্থনৈতিক ঝুঁকিতে রয়েছে এবং সেইসাথে প্রায় ধ্বংসের কাছাকাছি।