বিনোদন ডেস্ক, সুখবর ডটকম: শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমার আয় ৬০০ কোটি রুপি ছাড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ৭৬৭ কোটি টাকার বেশি।
২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির পর ৬ দিনে এই পরিমাণ আয় করল চলচ্চিত্রটি। প্রায় প্রতিদিনই ১০০ কোটি রুপি করে আয় করেছে পাঠান।
আজ মঙ্গলবার ভারতীয় চলচ্চিত্র সমালোচক রমেশ বালা টুইটে জানিয়েছেন, প্রথম ছয় দিনে বিশ্বব্যাপী ব্যবসার নিরিখে ৬০০ কোটি রুপি উপার্জন করেছে ‘পাঠান’। গতকাল সোমবার শুধু ভারতেই সিনেমাটির আয় হয়েছে ২৫ কোটি রুপি।
দীর্ঘ ৪ বছর পর বড় পর্দায় শাহরুখের রাজকীয় প্রত্যাবর্তনে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলিউড। কারণ গত দুই বছর ধরে বলিউডের ছবিগুলো বক্স অফিসে নাকানিচুবানি খাচ্ছিল। অপরদিকে দক্ষিণের ছোট ও মাঝারি বাজেটের সিনেমাগুলোও হিন্দি মার্কেটে এসে দাপট দেখাচ্ছিল। অবশেষে কিং খানের হাত ধরে লাভের মুখ দেখল বলিউড।
উল্লেখ্য, যশরাজের ‘স্পাই ইউনিভার্স’-এর অফিসিয়াল যাত্রা শুরু হয়েছে শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ সিনেমার হাত ধরে।
এম/
আরো পড়ুন:
সংবাদ সম্মেলনে কাঁদলেন দীপিকা!