ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: বাংলা ক্যালেন্ডারের শেষ মাস চৈত্র। একই সঙ্গে বসন্ত ঋতুরও দ্বিতীয় মাস এটি। যদিও গত কয়েকদিনে দেশের বিভিন্ন এলাকায় দাবদাহ বয়ে যাওয়ায় প্রকৃতি থেকে ‘বসন্ত’ হাওয়া উড়ে যায়। গরমের অস্বস্তিতে পড়েন রাজধানীবাসীও।
এ অবস্থায় আজ বুধবার (১৫ মার্চ) সকালে চৈত্র মাসের প্রথম দিনেই বৃষ্টির দেখা মিলেছে রাজধানীসহ আশপাশের শহরগুলোতে। তাতে গত কয়েক দিনের গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন রাজধানীবাসী।
এদিন সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। বইছিল ঠাণ্ডা হাওয়া। রাজধানীর কোনো কোনো এলাকায় সকালেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার খবর পাওয়া যায়।
কিন্তু সকাল ১০টা নাগাদ প্রকৃতি আঁধার করে ভেঙে পড়ে আকাশ। সেই সঙ্গে বেড়েছে বৃষ্টির পরিমাণ। বৃষ্টির সঙ্গে রয়েছে বজ্রপাত।
এসি/ আই. কে. জে /
আরো পড়ুন:
ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবি, ১৭ বাংলাদেশি উদ্ধার