ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: মালয়েশিয়া জানিয়েছে যে, বেইজিংয়ের কঠোর বিধিনিষেধ তুলে নেবার পর করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে এই প্রাদুর্ভাব রোধ করার জন্য দেশটি সমস্ত ভ্রমণকারীকে পরীক্ষা করবে। সেই সাথে চীন থেকে আগত বিমানের বর্জ্যকেও পরীক্ষা নিরীক্ষা করা হবে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) এই তথ্য জানায় মালয়েশিয়া সরকার।
মন্ত্রী জালিহা মুস্তফা এক বিবৃতিতে জানান, বিদেশ থেকে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির মুখে দেশটি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
এ ব্যাপারে মালয়েশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ইতালি ও জাপানের মতো দেশগুলোর সাথে নতুন ব্যবস্থা গ্রহণ করবে।
জালিহা জানান, চীন থেকে মালয়েশিয়ায় আগত সকল যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে এবং কোনও যাত্রীর জ্বর বা অন্যান্য উপসর্গ থাকলে তার কোভিড পরীক্ষাও করা হবে।
আই.কে.জে/