ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা, ভারতকে বসবাসের জন্য উপযুক্ত এবং তার স্থায়ী বাসস্থান বলে অভিহিত করে বলেন চীনের চেয়েও ভারতকেই তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন।
ভারত ও চীনের মধ্যে তাওয়াংয়ে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের বিষয়ে গত সোমবার এক প্রশ্নের জবাবে এই বিবৃতিটি দেন দালাই লামা।
১৯৫৯ সাল থেকে হিমাচলের ধর্মশালায় বসবাস করছেন এই আধ্যাত্মিক নেতা। তিনি বলেন, সত্যি বলতে গেলে এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে। ইউরোপ, আফ্রিকা, এশিয়া সর্বত্রই পরিস্থিতির উন্নয়ন লক্ষ্য করা যাচ্ছে। এমনকি চীনও এখন আগের চেয়ে অনেকটা নমনীয় হয়েছে।
তিনি আরো বলেন, “চীনে ফিরে যাওয়ার প্রশ্নই উঠে না। ভারতই আমার প্রিয় জায়গা। এই জায়গাটিই আমার স্থায়ী বাসস্থান।”
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর, ভারত ও চীনের দুই সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়।
যদিও চীনাদের দাবি ভারতীয় সৈন্যরা নাকি অবৈধভাবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করতে চেয়েছিল। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী, রাজনাথ দেশটির সংসদের নিম্নকক্ষে ভাষণ দেওয়ার সময় বলেন, চীনই একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা চালিয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর সৈন্যরা দৃঢ়ভাবে তাদের প্রতিরোধ করেছে এবং যোগ্য জবাব দিয়েছে।
দালাই লামা তার শারীরিক অবস্থা সম্পর্কেও কথা বলেন। বাম হাতে একটু ব্যথা ছাড়া তার শারীরিক আর কোনও সমস্যা নেই।
আই. কে. জে/