ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগ গত সোমবার জানায়, ২০২০ সাল থেকে জমাকৃত কয়েক মিলিয়ন ডলার মূল্যের কোভিড ত্রাণের অর্থ চুরি করেছে চীনা হ্যাকাররা।
নিরাপত্তা বিভাগ এ বিষয়ে কোনো অতিরিক্ত তথ্য দিতে অস্বীকৃতি জানায়। তবে জানা যায়, এই চীনা হ্যাকিং দলটি নিরাপত্তা বিভাগের কাছে ‘এপিটি ৪১’ বা ‘উইনটি’ নামে পরিচিত।
বিশেষজ্ঞদের মতে, এই এপিটি ৪১ হলো এমন এক সাইবার অপরাধী গোষ্ঠী যারা সরকার সমর্থিত সাইবার অনুপ্রবেশ এবং আর্থিক ডেটা লঙ্ঘনের মিশন পরিচালনা করে।
এই হ্যাকিং গ্রুপের বেশ কয়েকজন সদস্যকে ২০১৯ এবং ২০২০ সালে মার্কিন বিচার বিভাগ দ্বারা সফ্টওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, টেলিকমিউনিকেশন প্রদানকারী কোম্পানি, সোশ্যাল মিডিয়া ফার্ম এবং ভিডিও গেম ডেভেলপার সহ ১০০ টিরও বেশি কোম্পানির উপর গুপ্তচরবৃত্তির জন্য অভিযুক্ত করা হয়েছিল।
প্রাক্তন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেফরি রোজেন সে সময়ে বলেছিলেন, “যেহেতু এই হ্যাকিং গ্রুপ দেশের বাইরে থেকে তথ্য ও অর্থ চুরি করে নিয়ে আসছে, তাই চীনের কমিউনিস্ট পার্টি এদেরকে নিরাপদ পরিবেশই প্রদান করছে।”
ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেনি।