ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: শিল্প মুনাফার কমতির দরুণ গত মঙ্গলবার দরপতন ঘটেছে চীনা মুদ্রা ইউয়ানের। এরই মধ্যে কোভিড-১৯ মোকাবেলা করে দেশের অর্থনীতিকে পুনরায় সচল করার প্রতি মনোযোগী হয়েছে চীনা সরকার।
চীনের কেন্দ্রীয় ব্যাংক একটি মিডপয়েন্ট সুনির্দিষ্ট করে দিয়ে দেওয়ার পর, ইউয়ানের পরিমাণ ০.২৮% বেড়ে প্রায় ৬.৯৪৩৪ ডলারে এসে পৌঁছেছে, যা দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। পরবর্তীতে এটি ৬.৯৬২০ এর কাছাকাছি এসে পৌঁছায়।
৮ জানুয়ারি থেকে দেশের অভ্যন্তরীণ ভ্রমণকারীদেরকে কোয়ারেন্টাইন নিষেধের সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষও গত সোমবার জানিয়েছে যে, চীনের কোভিড-১৯ এর প্রতি নিষেধাজ্ঞা কমিয়ে আনা হবে।
কোভিড-১৯ এর কঠোর নিষেধাজ্ঞার মাঝে, চলতি বছরের প্রথম ১১ মাসে শিল্প মুনাফা ৩.৬% কমে ৭.৭ ট্রিলিয়ন ইউয়ান (১.১১ ট্রিলিয়ন মার্কিন ডলার) হয়েছে। এ তথ্য চীনা ব্যবসায়ীদের মাঝে উদ্বেগের সৃষ্টি করেছে কারণ তীব্র শীতের সময় এদেশের বেশিরভাগ মানুষই করোনায় আক্রান্ত হয়ে ব্যবসায়িক কাজ চালাতে পারবে না।
পরবর্তী বছরে আশা করা হচ্ছে, চীনা অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.১% বৃদ্ধি পেতে পারে। আশা করা হচ্ছে, আগামী বছর ডলারের বিপরীতে ইউয়ান উঠানামা করবে।