ডেস্ক নিউজ, সুখবর ডটকম: চীন জাপানী নাগরিকদের ভিসা বন্ধ করে দেয়ায় বুধবার টোকিও এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। একইসঙ্গে জাপান এ সিদ্ধান্ত পাল্টাতে চীনের কাছে দাবি জানিয়েছে। খবর এএফপি’র
এদিকে চীন মঙ্গলবার বলেছে, টোকিও ও সিউলের নেয়া পদক্ষেপের কারণে তারা জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ভিসা প্রদান বন্ধ রাখবে।
জাপান সরকারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু মাতসুনো বলেছেন, চীনের প্রতিশোধমূলক এই পদক্ষেপ দু:খজনক।
তিনি উল্লেখ করেন, জাপানের নেয়া পদক্ষেপ হলো চীনের মুল ভূখন্ড ও ম্যাকাও থেকে ভ্রমণের আগে এবং অবতরণের পর ভ্রমণকারীদের কভিড-১৯ পরীক্ষা করাতে হবে। কিন্তু চীনা ভ্রমণকারীদের প্রবেশে বাধা নয়।
তিনি বলেন, আমরা কূটনৈতিক উপায়ে চীনের কাছে এর প্রতিবাদ এবং এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, চীনে করোনা পরিস্থিতি মারাত্মক রূপ নিয়েছে। দেশটির সরকার করোনার বিরুদ্ধে ‘শূন্য নীতি’ ঘোষণা করেছিল। কিন্তু দেশের জনগণের প্রতিবাদ বিক্ষোভের মুখে চীনা কর্তৃপক্ষ তাদের অবস্থান পরিবর্তন করে। এরপর থেকেই দেশটিতে করোনা সংক্রমণ উর্দ্ধমুখী।
এম এইচ/আই.কে.জে/
আরও পড়ুন:
শিয়ের একনায়কতন্ত্রের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে চীনকে