খোকন কুমার রায়:
গত কয়েকদিন যাবৎ চাল চোরদের চুরির চাল সমেত ধরা পড়ার সংবাদ পাচ্ছি। এমন দুর্যোগপূর্ণ ভয়াবহ পরিস্থিতিতে সরকারি চাল চুরি! এই চাল চোরদের ধরতে মাঠে সক্রিয় র্যাব, পুলিশ, প্রশাসন সকলেই। উদ্দেশ্য চুরির চাল যেন হজম করতে না পারে। পরিবর্তে তাদেরকে জেলখানার রুটি খাওয়ানো হবে। এই অপরাধের ক্ষমা নেই।
ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, যে বা যারা সরকারি চাল চুরি করবে তাদের রেহাই নেই। কিন্তু এই হুঁশিয়ারির পরেও যারা চাল চুরির সাথে সম্পৃক্ত এরা জাতির শত্রু এবং মানবিকতার বিরুদ্ধে অপরাধ করছে। কাজেই এদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে যেন ভবিষ্যতে আর কেউ, সে যে দলের বা যে মতেরই হোক না কেন, এ রকম অপরাধ করার সাহস না পায়।
ধন্যবাদ জানাই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, জাতির এ ক্রান্তিলগ্নে যেমন অক্লান্ত পরিশ্রম করে সর্বস্তরের মানুষের সেবা করে যাচ্ছেন, তেমনি চাল চোরদেরও ধাওয়া করে লুণ্ঠিত চালসহ আটক করছেন। কাজেই পেশাদার চাল চোরেরা সাবধান।
জাতির এ ক্রান্তিলগ্নে এ সমস্ত অপরাধমূলক কার্যক্রম কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়।
লেখক: সম্পাদক ও প্রকাশক, সুখবর.কম।