spot_img
26 C
Dhaka

২৩শে মার্চ, ২০২৩ইং, ৯ই চৈত্র, ১৪২৯বাংলা

চাঁদের উদ্দেশে উড়াল দিতে প্রস্তুত নাসার রকেট

- Advertisement -

আন্তর্জতিক ডেস্ক, সুখবর বাংলা:  যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে ব্যস্ত সময় পার করেছেন নাসার রকেট উৎক্ষেপণের জন্য কাজ করা সংশ্লিষ্ট দলগুলো। সবকিছু ঠিক থাকলে নাসার পরবর্তী-প্রজন্মের আর্তেমিস রকেটটি চাঁদের উদ্দেশে উড়াল দেবে সোমবার। এটি হতে যাচ্ছে অ্যাপোলো চন্দ্রাভিযানের ৫০ বছর পর। খবর রয়টার্সের।

নাসা রোববার আনুষ্ঠানিকভাবে জানায়, উড্ডয়নের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার স্থানীয় সময় ৮টা ৩৩ মিনিটে উড্ডয়নের কার্যক্রম শুরু হবে।

যদি ক্ষণগণনার ঘড়ি কোনো কারণে থেমে যায় সেজন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ২ সেপ্টেম্বর ও ৫ সেপ্টেম্বর সম্ভাব্য বিকল্প উড্ডয়নের তারিখ ঠিক করে রেখেছে নাসা।

ঐতিহাসিক আর্তেমিস-১-এর পরীক্ষামূলক অভিযানের পরিচালক জেফ স্পাউলডিং বলেন, আমরা খুবই উত্তেজিত, যানটি উড়ার জন্য প্রস্তুত এবং এটি খুবই সুন্দর দেখাচ্ছে।

এই চন্দ্রাভিযানকে নাসা মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি হিসেবে দেখছে। তারা আশা করছে, ২০৩০ সাল নাগাদ বা তার পরপরই তারা মহাকাশচারীদের মঙ্গল গ্রহে পাঠাবে।

আশা করা হচ্ছে, রকেটটি পৃথিবীতে ফিরে আসবে ১০ই অক্টোবর। ক্যালিফোর্নিয়া স্যানডিয়েগোর কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে। আর্তেমিস-২-এ প্রথম মনুষ্যবাহী মিশন পাঠানোর লক্ষ্য ঠিক করা হয়েছে ২০২৪ সালে। আর আর্তেমিস-৩ ২০২৫ সালের আগে চাঁদে যাবে না।

আরো পড়ুন:

১০ লাখ টন খাদ্যপণ্য রপ্তানি ইউক্রেনের

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ