নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: চট্টগ্রামে শিশুশিক্ষা প্রতিষ্ঠান ফুলকির উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে শিশু–কিশোর সাংস্কৃতিক উৎসব। তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। আগামীকাল বিকেলে ছড়াকার সুকুমার বড়ুয়া উৎসবের উদ্বোধন করবেন।
আজ বুধবার দুপুরে নন্দনকাননের ফুলকি বিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় ফুলকি সভাপতি আবুল মোমেন, অধ্যক্ষ শীলা মোমেন, সম্পাদক ওমর কায়সার ও শিক্ষক রত্না দে উপস্থিত ছিলেন।
আবুল মোমেন বলেন, ফুলকি শুরু থেকে শিশুদের আনন্দময় শিক্ষা প্রদান করে আসছে। পড়ালেখায় সৃজনশীলতা প্রাধান্য দিয়ে আসছে। এর অংশ হিসেবে শিশুদের সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে চলেছে শুরু থেকে। শিশু–কিশোর উৎসব তারই ধারাবাহিকতা।
তিন দিনের এ উৎসবে শিশু সমাবেশ, নাটক, ব্রতচারী নৃত্য, চিত্র প্রদর্শনী, জাদু প্রদর্শনীসহ নানা আয়োজন রয়েছে।
বাঁশি, তালপাখা, শীতলপাটি, ছাপচিত্র, ক্র্যাফট এবং মাটির তৈরি জিনিসপত্রের কর্মশালায় অংশ নেবে শিশু–কিশোরেরা।
শিশু সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাহিত্যিক আনিসুল হক।
এম/
আরো পড়ুন:
সিরাজগঞ্জের খেজুরের গুড়ের চাহিদা বেড়েছে