বিনোদন ডেস্ক, সুখবর ডটকম: কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরেই পর্দায় আসতে যাচ্ছেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন। মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এ প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। আর চঞ্চলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন মনামী ঘোষ।
মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় দেখা যাবে মনামী ঘোষকে।
টালিউডের অন্যতম আবেদনময়ী স্টাইল আইকন অভিনেত্রী মনামী ঘোষ। মাত্র ১৭ বছর বয়সে ভারতের ডিডি বাংলার সিরিয়াল ‘সাতকাহন’ দিয়ে অভিনয় ভুবনে যাত্রা শুরু মনামীর। এরপর টালিউডের বড়পর্দায় বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।
বর্তমানে ওটিটি দাপিয়ে অভিনয় করছেন এই অভিনেত্রী। ২৫টিরও বেশি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন মনামী। দু’দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি।
দুই বাংলায় বেশি আলোচনায় আসেন রিয়েলিটি শো ‘ড্যান্স ড্যান্স জুনিয়র’-এর বিচারকের দায়িত্বের মাধ্যমে।
তার অভিনীত ‘সোনার হরিণ’, ‘একদিন প্রতিদিন’, ‘এক আকাশের নিচে’, ‘বিন্নি ধানের খই’ থেকে ‘পুণ্যি পুকুর’, ‘আমলকী’, ‘ইরাবতীর চুপকথা’র মতো ধারাবাহিকে কাজ করে আলোচিত হয়েছেন মনামী ঘোষ।
সিরিয়ালের বাইরে ‘এক মুঠো ছবি’, ‘মাটি’, ‘বেলাশেষে’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘বেলাশুরু’, ‘বক্স নম্বর ১৩১৩’, ‘কালো চিতা’র মতো আলোচিত সিনেমায় কাজ করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি গানও করেন মনামী; গত বছর ‘ভিটামিন এম’ শিরোনামে একটি গান প্রকাশ করেন তিনি।
এসি/ আই. কে. জে/
আরো পড়ুন:
যৌনতাকে সঙ্গী করেই ফেমাস তারকাদের তালিকায় নাম সানি লিওনের