নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: গোপালগঞ্জ জেলা সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে বুধবার ৫০ প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস (পোশাক) বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম শহরের বর্ণ প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের হাতে এই পোশাক তুলে দেন।
সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ডিডি এলজি আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: রাশেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: গোলাম কবির, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এমএইচডি/আই.কে.জে/
আরও পড়ুন:
বাংলা একাডেমি পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী