ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইরানের সাবেক উপমন্ত্রী আলিরেজা আকবারির সাজা কার্যকর করেছে ইরান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আলিরেজা আকবরী। তিনি দেশটির সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী। বুধবার (১১ জানুয়ারি) তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য ও ইরানের দ্বৈত নাগরিক আকবারির সঙ্গে ‘শেষ দেখা’ করার জন্য পরিবারের সদস্যদের গত বুধবার কারাগারে ডাকা হয়। তার স্ত্রী জানান, ওই সময় কারাগারে আকবারিকে নির্জন কক্ষে রাখা হয়েছিল।
ইরানের সাবেক উপ প্রতিরক্ষামন্ত্রী আলিরেজা আকবারিকে যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৯ সালে গেপ্তার করা হয়, যদিও আকবারি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
আদালতে আকবারির মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর এই রায় কার্যকর না করতে এবং তাকে অবিলম্বে মুক্তি দিতে ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছিল। তবে ইরান তাতে কর্ণপাত করেনি।
এসি/ আই. কে. জে/
আরো পড়ুন:
নড়াইলের সাবেক তহসিলদারের ৮৪ বছর কারাদণ্ড!