কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি, সুখবর ডটকম: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ জানুয়ারি সোমবার দুপুর ১২টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দ্বিতীয় পর্যায়ে সারা দেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা শহরে সরকারি উদ্যোগে তিনতলা বিশিষ্ট এটাই প্রথম মডেল মসজিদ।
১,৭০০ নারী-পুরুষের নামাজ আাদয়ের সুবিধা ছাড়াও ইমাম প্রশিক্ষণ, ইসলামি গবেষণা, পাঠাগার, অটিজম কর্ণার, হিফজ খানা, প্রাক-প্রাথমিক শিক্ষা, কুরআন শিক্ষা, গণশিক্ষা, দ্বীনি এবং ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার সুবিধা রয়েছে এখানে।
সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, জেলা প্রশাসক আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান অ্যাড. আমানত হোসেন খাঁন, উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খান, গাজীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা, ই এম বিভাগ আবু হালিম, উপ বিভাগীয় প্রকৌশলী ইজাজ আহমেদ খান, সহকারি প্রকৌশলী আরেফিন নূর, ই এম বিভাগ নূর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
মসজিদের হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মারুফ ইমাম ও খতিব এবং জয়নাল আবেদীন স্বানী ইমাম ও মোয়াজ্জেম এর দায়িত্ব পালন করবেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন দেশের জেলা উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের অনুমোদনের পর গণপূর্ত অধীদপ্তরের তত্ত্বাবধানে এ নির্মাণ কাজ বাস্তবায়ন হয়।
এম/ আই. কে. জে/
আরো পড়ুন:
২৬ জানুয়ারি পাতাল রেলের নির্মাণকাজ উদ্বোধন