ডেস্ক নিউজ, সুখবর ডটকম: গরুর পেট থেকে ৬৫ কেজি প্লাস্টিক ও ধাতব বর্জ্য উদ্ধার করেছেন চিকিৎসকরা। এ ঘটনায় বিস্মিত চিকিৎসকরাও। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর মাদুরাইতে।
কয়েকদিন ধরে খাওয়া দাওয়া করছিল না গরুটি। এমনকি পানিও পান করতে পারছিল না। ফলে মালিক গরুটিকে নিয়ে পশু হাসপাতালে ছুটে যান। তিনি চিকিৎসককে জানান, গরু ঠিক মতো পানি খাচ্ছে না, খাওয়া-দাওয়াও বন্ধ হয়ে গেছে।
চিকিৎসকরা তখন গরুটির বেশ কয়েকটি পরীক্ষা করেন। তখনই পাকস্থলীতে অদ্ভুত কিছু জিনিস নজরে আসে চিকিৎসকদের। তারপরই তারা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
অস্ত্রোপচার করে গরুটির পেট থেকে ৬৫ কেজি প্লাস্টিক ও ধাতব বর্জ্য উদ্ধার করেন চিকিৎসকরা। কীভাবে এতো প্লাস্টিক এবং ধাতব বর্জ্য পাকস্থলিতে জমে থাকার পরও গরুটি বেঁচে ছিল তা ভেবেই বিস্ময় প্রকাশ করেছেন পশু চিকিৎসকরা।
এক সংবাদমাধ্যমকে চিকিৎসকরা জানান, পেটের ভেতর বর্জ্যগুলি দলা পাকানো অবস্থায় ছিল। একটা বড় মণ্ড তৈরি হয়েছিল পাকস্থলীর ভেতর। আর সেগুলোর বিষক্রিয়ায় গরুর শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। আর কিছু দিন এই অবস্থায় থাকলে মৃত্যুও হতে পারত গরুটির।
রাস্তায় খাবারের খোঁজে বেরিয়ে অনেক সময় গরু প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্যও খেয়ে ফেলে। পরমেশ্বরমের গরুটিও রাস্তা থেকে এই বর্জ্য খেয়েছিলো বলেই ধারণা করছেন পশু চিকিৎসকরা।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএইচডি/ আই. কে. জে/
আরও পড়ুন:
খেজুরের কাঁচা রস না খাওয়ার পরামর্শ